বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আর্জেন্টিনা না জার্মানি? কে হবে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন? আলবিসেলিস্তাদের ২৮ বছরের দুঃখ মোচনের বিপরীতে জার্মানির দুই যুগের বন্ধ্যত্ব ঘুচানোর দিন আজ। আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। জার্মানি ১৯৯০ সালে। ওই দুই আসরের ফাইনালিস্ট এবারও পরস্পরের প্রতিপক্ষ। ব্লক বাস্টার ইভেন্টটির ফাইনালের আড়ালে রয়েছে আরও একটি উপভোগ্য লড়াই। ফিফা গোল্ডেন বল জেতার লড়াই। কে জিতবেন গোল্ডেন বল? লিওনেল মেসি, থমাস মুলার, নেইমার, না সবাইকে চমকে বাজিমাত করবেন জেমস রদ্রিগেজ? এদের নিয়েই ১০ ফুটবলারের নাম ঘোষণা করেছে ফিফা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু থেকেই ছড়িয়েছে উত্তেজনা। পরতে পরতে উত্তেজনা ছড়ানো বিশ্বকাপ এখন শেষ দৃশ্যের অপেক্ষায়। রুদ্ধশ্বাস একমাসে ফুটবলপ্রেমীরা দেখেছেন নানান নাটকীয়তা এবং উত্থান-পতন। দেখেছেন রদ্রিগেজের চমকে দেওয়া পারফরম্যান্স, কলম্বিয়া ও কোস্টারিকার বিস্ময় মাখানো ফুটবল। দেখেছেন ধুলোয় লুণ্ঠিত হতে ব্রাজিল ফুটবলের অহমিকা। ঘটন-অঘটনের বিশ্বকাপে অসাধারণ, মনোহর, দৃষ্টিনন্দন, মনভুলানো, মনমাতানো ফুটবল খেলে ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন মেসি, নেইমার, রদ্রিগেজ, মুলার, আরিয়েন রোবেনরা। ফিফার ১০ ফুটবলারের সাতজনই আজ খেলছেন ফাইনাল। জার্মানির চার ফুটবলার মুলার, ম্যাট হুমেলস, টনি ক্রুজ ও ফিলিপ লাম এবং আর্জেন্টিনার মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও মাসকারানো। এছাড়া বাকি তিন ফুটবলার ব্রাজিলের নেইমার, নেদারল্যান্ডসের রোবেন ও কলম্বিয়ার রদ্রিগেজ। ফিফার টেকনিক্যাল কমিটি ও ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকরা ভোট দিয়ে এদের মধ্যে থেকেই নির্বাচিত করবেন গোল্ডেন বল জেতা ফুটবলার।
ফিফা গোল্ডেন বল চালু হয় ১৯৭৮ সালে। প্রথমবারেই গোল্ডেন বল জিতে নেন স্বাগতিক আর্জেন্টিনার মারিও কেম্পেস। ৬ গোলে করে গোল্ডেন বুটও জিতেছিলেন ঝাকড়া চুলের স্ট্রাইকারটি। কেম্পেস ছাড়াও গোল্ডেন বল ও বুট জিতেছেন একই সঙ্গে ইতালির পাওলো রসি (১৯৮২) ও সালভাদোর শিলাচ্চি (১৯৯০)। ১৯৮৬ সালে গোল্ডেন বল জিতেন আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা, ১৯৯৪ সালে ব্রাজিলের রোমারিও, ১৯৯৮ সালে ব্রাজিলের রোনাল্ডো, ২০০২ সালে জার্মানির অলিভার কান, ২০০৬ সালে ফ্রান্সের জিনেদিন জিদান ও ২০১০ সালে উরুগুয়ের দিয়েগো ফোরলান।
১০ ফুটবলারের নাম ঘোষণা হলেও পারফরম্যান্সের বিচারে রেসের উপরে আছেন মেসি, রদ্রিগেজ ও মুলার। মেসি ও মুলার নান্দনিকতা দেখিয়ে ফাইনালে তুলেছেন নিজের দেশকে। টানা চার ম্যাচ সেরা মেসি ৪ গোল করা ছাড়াও গোল বানিয়ে দিয়েছেন একবার। মুলার গোল করেছেন ৫টি। সহায়তা করেছেন ৩টি এবং ম্যাচ সেরা হয়েছেন দুইবার। রদ্রিগেজ গোল করেছেন ৬টি, সহায়তা দুইবার এবং ম্যাচ সেরা হয়েছেন তিনবার। এদের মধ্য থেকেই কি জিতবেন গোল্ডেন বল, না চমক থাকবে?