বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ঈদের পর বিএনপি নেত্রী আন্দোলনের যে ভয় দেখাচ্ছেন তাতে আমার গায়ের একটি পশমও কাঁপবে না।
শনিবার বিকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কাশিরামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখেছে। পাকিস্তান আর্মি দেখেছে, রাজাকার দেখেছে, আল শামস্ দেখেছে। তাদের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে নদীতে ফেলে দিয়েছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্যে যতগুলো কাজ আছে সবই করছেন। আর বিএনপি নেত্রী বাংলাদেশকে ধ্বংস করার জন্যে যা যা করার সবই করছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আনু মিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কসবা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।
পরে মন্ত্রী কাশিরামপুর গ্রামে ১৫ লাখ টাকা ব্যয়ে সোয়া কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।