বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে খালেদা জিয়া সেখানে হাজির হওয়ার কথা রয়েছে। তার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়া কিছুটা অসুস্থ্য। তারপরেও আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দুটি মামলায় গত ২০ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর অভিযোগ গঠনের ওই আদেশ এবং অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। যার খারিজাদেশ এখনো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারধীন রয়েছে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক