বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আফ্রিকায় সবচেয়ে আতঙ্কের নাম ইবোলা। এটি এখন পশ্চিম আফ্রিকার খাদ্যশস্যেও ছড়িয়ে পড়েছে। আর এতে করে আগামী কয়েক মাসে আফ্রিকার দেশগুলোতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ বিষয়ে সতর্ক করেছে।
ইবোলার ভয়াবহতায় সেখানকার খাদ্যশস্য ‘মারাত্দক ঝুঁকির’ মুখে রয়েছে। আসছে শস্য কাটার মৌসুমে বিশেষ করে চাল ও ভুট্টার উৎপাদনে এটি প্রভাব ফেলবে। এজন্য জাতিসংঘের এফএও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে জরুরি কর্মসূচি গ্রহণ করেছে। পশ্চিম আফ্রিকার আক্রান্ত ১৩ লাখ মানুষের জন্য সংস্থা দুটি ৬৫ হাজার টন খাদ্য সহায়তা দেবে। বিবিসি।