স্পোর্টস ডেস্ক ॥
তামিম ইকবাল তামিমের লজ্জার কীর্তি
না, কোনো লোয়ার অর্ডার ব্যাটসম্যান কিংবা বোলারদের পদানত বা ভঙ্গুর মার্কা ব্যাটিং কীর্তির কথা বলা হচ্ছে না। তিনি একজন প্রতিষ্ঠিত ও স্বীকৃত ব্যাটসম্যান। অনেক প্রতিভাবান ও সম্ভাবনাময়ও। শুধু তাই নয়, দেশসেরা ওপেনারও ভাবা হয় তাকে।
অথচ সেই তামিম ইকবালের ব্যাটে এই বছরে খেলা ২১ ইনিংস থেকে কেবলমাত্র দুটি হাফসেঞ্চুরি এসেছে। যার সর্বশেষটি গত সোমবার সেন্ট ভিনসেন্টে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে উপভোগ করা গেছে। লজ্জার বিষয়টা সেখানেই ইতি টানলেও একটা কথা ছিল! অন্তত কিছুটা মুখরক্ষা হতো টাইগার ওপেনারের।
কিন্তু একটা পরিসংখ্যান তামিমকে বেশ বিব্রত করবে। কারণ, বিভিন্ন দলে আসা-যাওয়ার মাঝে আছে বিশ্বের এমন শীর্ষ ২৮ জন ওপেনারের থেকেও তামিমের ব্যাটিং গড়টা কম। অথচ চলতি বছরের এই সময়ে তামিম বাংলাদেশ দলের সেরা একাদশে নিয়মিতই খেলে গেছেন।
২০১৪ সালে এখন পর্যন্ত ২১টি ইনিংসে ব্যাট করে ৩৫০ রান সংগ্রহ করেছেন তামিম। যেখানে তার ব্যাটিং গড়টা, ক্যারিয়ার গড় থেকেও খারাপ। মাত্র ১৭.৫০। টেস্ট খেলুড়ে একটি দেশের একজন নিয়মিত ব্যাটসম্যান এবং ওপেনারের ব্যাটিং গড়ের এই অবস্থাটা অভাবিত ও অবিশ্বাস্য।
লজ্জার রেকর্ডে সেরা পাঁচে তামিমের সঙ্গীরা:
১. তামিম ইকবাল (বাংলাদেশ) ইনিংস- ২১, রান- ৩৫০, গড়- ১৭.৫০।
২. ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) ইনিংস- ১৬, রান- ৩১৭, গড়-১৯.৮১।
৩. আলভারো পিটারসেন (দক্ষিণ আফ্রিকা) ইনিংস- ১০, রান- ১৮২, গড়- ২০.২২।
৪. মার্টিন গুপটিল (নিউজিল্যান্ড) ইনিংস- ১৪, রান- ৩৭৫, গড়- ২৬.৭৮।
৫. কুশল পেরেরা (শ্রীলঙ্কা) ইনিংস- ২৩, রান- ৬২৩, গড়- ২৭.০৮।