বাংলাভূমি২৪ ডেস্ক॥ হিন্দু কোনো মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে তা হবে দেহ ব্যবসার নামান্তর এ রকম বক্তব্য সম্বলিত একটি পোস্টার প্রচার করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। গুজরাটি ভাষায় প্রচারিত পোস্টারটি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
গুজরাটের ভাদোদারা এলাকায় বিভিন্ন দেয়ালে সাঁটানো ওই পোস্টারে হিন্দু নারীদেরকে মুসলিমদের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বারণ করা হয়।
হিন্দু মেয়েদের সঙ্গে মুসলমানদের বিয়ের ঘটনাকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় ‘লাভ জিহাদ’। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিশেষ করে ভিএইচপি, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থা (আরএসএস) ও বিজেপি লাভ জিহাদের প্রচণ্ড বিরোধী। তাদের মতে এর মাধ্যমে মূলত কৌশলে হিন্দু নারীদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করতে বাধ্য করা হয়।
ভিএইচপির পক্ষ থেকে ওই পোস্টারগুলোতে লাভ জিহাদের জন্য বলিউডের সিনেমাগুলোকেও দায়ী করা হয়। পোস্টারগুলোতে বলা হয়, হিন্দি সিনেমাতে হিন্দু মেয়েদের সঙ্গে মুসলিম ছেলেদের বিয়েকে কৌশলে উৎসাহিত করা হয়। এজন্য হিন্দু সাধু-সন্ন্যাসীদের বাজে আর মুসলিমদের ধর্ম নেতাদের ভালো চরিত্রে উপস্থাপন করা হয়। এর সঙ্গে ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও হাজি মাস্তানের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয় ওই পোস্টারগুলোতে।