স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ফের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রটের৷ গত বছর অ্যাসেজে ব্রিসবেনের প্রথম টেস্টের পরেই শারীরিকভাবে সম্পূর্ণ ফিট না থাকায় সরে দাঁড়িয়েছিলেন ট্রট৷ তারপর থেকে ইংল্যান্ডের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি তিনি৷
৩৩ বয়সী দক্ষিণ আফ্রিকা-জাত এই ডান হাতি ব্যাটসম্যান ওয়ার্কউইকশায়ারের হয়ে কাউন্টি খেলার পরেই এখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন৷ কাউন্টিতে এর মধ্যে চারটি সেঞ্চুরিও করে ফেলেছেন ট্রট৷ ইসিবি-র সঙ্গে যে তার আবার চুক্তি হয়েছে, সেটা নিজেই জানিয়েছেন তিনি৷
ট্রট বলেন, ‘ ইসিবি-র সঙ্গে আমার চূড়ান্ত কথাবার্তার পরেই নতুন করে চুক্তি হয়েছে৷ তবে দলে নির্বাচন নিয়ে কী হবে,তা নিয়ে এখন বিশেষ মাথা ঘামাচ্ছি না আমি৷’