বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপি-জামায়াত জোটের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা এখনো অনেক ধৈর্য ধরে আছি। আইন হাতে তুলে নিইনি। রাজপথে সতর্ক প্রহরায় আছি। আইন হাতে তুললে কিন্তু নাশকতাকারীরা দাঁড়াতেই পারবে না।’
সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘লন্ডন থেকে তারেকের বক্তব্যে পরিষ্কার, খালেদা জিয়া নাশকতা করতে চেয়েছিলেন। উনি কখন কোথায় যাবেন, এটা তার ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে ইট মারলে কিন্তু পাটকেলটি খেতে হবে।’
নানক বলেন, ‘এটাই খালেদা জিয়ার শেষ ষড়যন্ত্র। আমরা মোকাবিলা করার চেষ্টা করছি। এটাই তাদের শেষ মরণ কামড়।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে পুলিশ বাসায় যেতে বলেছিল, তিনি যাননি। এ জন্য পুলিশ তার নিরাপত্তা বাড়িয়েছে। আগে খালেদাকে রাজনীতি শিখতে হবে। নতুন করে রাজনীতি শিখতে হবে। তার নাটক করতে করতেই সব শেষ হয়ে যাবে।’
সোমবার সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর এই রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের আনাগোনা বাড়ছে। এর আশপাশে ধানমন্ডি থানা আওয়ামী লীগ নেতারাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই কার্যালয়ের আশপাশে সতর্ক অবস্থান নিয়ে আছেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম