স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে ছয়জনকে এবং কালিয়াকৈর থানা এলাকা থেকে একজনকে আটক করেছে। আটককৃতরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী।