স্টাফ রিপোর্টার ॥ লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় বেশ কয়েকজন অংশ নিয়েছিল। এ হত্যাকান্ডে সন্দেহভাজনদের শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।
এরই মধ্যে প্রধান সন্দেহভাজন ফারাবীসহ আরো এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্দেহভাজন আরো কয়েকজনকে খোঁজা হচ্ছে। অচিরেই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলানায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, হত্যার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি-না তা তদন্তে পুলিশের যুগ্ম কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় তাদের গোয়েন্দা সংস্থা আসতে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তারা এসেছেন। আমাদের গোয়েন্দা সংস্থাও অন্য দেশে গিয়ে বিভিন্ন তদন্ত কাজ করেছেন। এফবিআই আসায় আমাদের তদন্ত আরো সহজ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।