বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বিএনপি-আওয়ামী লীগ দুটোই বড় দল। কেউ চাইলেও এ দুইটি দলকে ধ্বংস করতে পারবে না। ‘২০৫০ সাল পর্যন্ত রাজনীতিতে এ দুটি দলই প্রভাব বিস্তার করতে থাকবে।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা এক সভায় সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ এসব কথা বলেন। এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে মোসাদ্দেক আলী ফালু মুক্তি পরিষদ।
এমাজউদ্দীন আহমেদ বলেন- দুটি দলকেই একটু জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে চলা উচিত। দুই দলকেই সহিষ্ণুতা, সহমর্মিতা ডেভেলপ করতেই হবে। এছাড়া কোনো পথ নেই।
তিনি বলেন- ‘একজনের কথার সঙ্গে দ্বিমত থাকতে পারে, এতে অন্যজন প্রতিপক্ষ হতে পারে। কিন্তু শত্রু নয়। বর্তমান রাজনীতি দেখে মনে হচ্ছে বিরোধী দল প্রতিপক্ষ নয়, শত্রু।
দেশের বিশিষ্ট এ রাষ্ট্রবিজ্ঞানী আরো বলেন, আমার বয়স এখন ৮২ চলছে। ঢিল মারা তো দূরের কথা, আমি তা পারিই না। দুটো নাতি-নাতনি আছে, কখনো তাদের চুল ধরেও টান দেইনি। এভাবেই ছোট থেকে বড় হয়েছি। অথচ আমার নামেও মামলা দেয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত সেটা তদন্ত পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দ্যেশে তিনি বলেন, দেশের প্রায় ৭৮ হাজার মানুষের নামে মামলা দেয়া হয়েছে। অনেকেই কারাগারে আছেন। এদের কী একটু করুণা করা যায় না। এরা কী এদেশের মানুষ নন। ফালুর মতো মানুষ যারা আছেন তারা কারাগারে আটক থাকার মানুষ নয়। তাদের স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম