স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্ট বসানো এবং আইনজীবীদেরকে প্রধান বিচারপতির অনুমতি ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ ইউনূস আলী আকন্দ। সংবিধানের ১০০ নম্বর ধারা উল্লেখ করে তিনি এই আবেদনটি করেছেন।
আদালত সূত্র জানায়, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্টার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ মোট ৫ জনকে এই রিটে বিবাদী করা হয়েছে।