বিনোদন ডেস্ক ॥
ঢাকা: কুয়াকাটায় আছেন মোশাররফ করিম। না তিনি অবকাশ যাপনে যাননি। গেছেন একটি টেলিফিল্মের দৃশ্য ধারণের কাজে। কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশে জেলে পাড়ায় গেছেন। অবশ্য তিনি জেলে চরিত্রে অভিনয় করছেন। সাদা গেঞ্জি, লুঙ্গি আর মাথায় গামছা পেঁচিয়ে তিনি হয়েছেন পুরোদস্তুর জেলে।
মোশাররফ করিম ছাড়াও এই টেলিফিল্মে অভিনয় করছেন মারজুক রাসেল ও মৌসুমী হামিদ। দঢেউদ নামের এই টেলিছবিটি মো. আবু রাজিনের মূল গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মাহমুদুল হাসান টিপু।
জানা যায়, চর দখল, মাছ ধরা ও এখানকার বসবাসকারী মানুষের জীবন সংগ্রামের গল্পই হলো এই টেলিফিল্মের উপজীব্য।