স্টাফ রিপোর্টার ॥ আকস্মিকভাবে গাজীপুর আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি গাজীপুর আদালতে আসেন। ছিলেন আধাঘণ্টা।
প্রধান বিচারপতি হঠাৎ করেই গাজীপুর আদালত ভবনে আসেন। আদালত ভবনে প্রবেশ করে চলে যান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ। সেখানে বুধবার (১৩ মার্চ) আইনজীবীদের আন্দোলনের সময় ভাঙচুর হওয়ার আলামত পরিদর্শন শেষে গাজীপুর ত্যাগ করেন।
এসময় প্রধান বিচারপতির সঙ্গে জজ আদালতের বিচারক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে গাজীপুর বারের আইনজীবী ইব্রাহিম খলিলকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। বুধবার সকালে আইনজীবীরা আটক আইনজীবীর মুক্তি দাবিতে মিছিল ও সাধারণ সভা করে আদালত বর্জন করেন। ওইদিন বিকেলে আটক আইনজীবীকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিলে আন্দোলন বন্ধ হয়।
আন্দোলনের সময় বিচ্ছিন্নভাবে ২ নম্বর আদালত ভাঙচুর হয়। এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।