শ্রীপুর প্রতিনিধি॥ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে দোকানের তালা ভেঙে ৩০৫ বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীররাতে মেসার্স ফরহাদ ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
ফরহাদ ট্রেডার্সের মালিক ফরহাদ হোসেন জানান, তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান। পরে রাতের যে কোনো সময় দোকানের তালা ভেঙে দুবৃর্ত্তরা চাল লুট করে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলে চাল লুটের দেখতে পান। চালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এপর্যন্ত কেউ গ্রেপ্তার বা চাল উদ্ধার সম্ভব হয়নি।