বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকীতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জুতা নিয়ে শহীদ মিনারে উঠেছেন। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যান সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, পুলিশ কমিশনার সিলেট, জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর ইউনিট কমান্ড। এ সময় শহীদ মিনারে দায়িত্বরত পুলিশ সদস্যরা শহীদ মিনারে জুতা নিয়ে উঠেন।
পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ মিনারে পুলিশ সদস্যদের জুতা নিয়ে উঠার ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বাংলামেইলকে বলেন, ‘এগুলো আমাদের দেখার বিষয় নয়। কে জুতা নিয়ে উঠলো, বা কি করলো এসব আয়োজক কমিটি দেখবে। আমাদের দায়িত্ব হলো সব ধরনের নাশকতা ঠেকানো।’ বাংলামেইল২৪ডটকম