শেষ আটে বার্সা

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা :ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটির জন্য বাঁচা-মরার লড়াই। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে বার্সেলোনার বিপক্ষে কমপক্ষে ২-০ গোলের জয় দরকার ছিল ইংলিশ ক্লাবটির। কিন্তু পারেনি তারা। উল্টো ইংলিশ ক্লাবটিকে হারিয়ে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শেষ আটে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার রাতে নিজেদের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানসিটিকে ইভান রাকিটিচের একমাত্র গোলে হারিয়েছে বার্সা। এর আগে সিটির মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিল মেসিদের দল।
অপরদিকে চেলসি, আর্সেনালের পর ম্যানসিটিও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ল। অর্থাৎ টুর্নামেন্টে ইংলিশ-প্রদীপ জ্বালানোর আর কেউই রইল না! চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমেও শেষ ষোলোতে বার্সার কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানসিটি। এবার সে প্রতিশোধও নিতে পারল না ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
বুধবার লিওনেল মেসিদের খেলা দেখতে ক্যাম্প ন্যুয়ের গ্যালারিতে হাজির হন বার্সার প্রাক্তন কোচ পেপ গার্দিওলা। আর ম্যাচের শুরু থেকেই নিজেকে দারুণ ছন্দে মেলে ধরেন বার্সার আর্জেন্টাইন তারকা মেসি। অপরদিকে ম্যানসিটির আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে খুঁজেই পাওয়া যায়নি। একটি পেনাল্টি থেকে গোল করতেও ব্যর্থ হন আগুয়েরো।
ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সা। কিন্তু এ যাত্রায় স্বাগতিকদের জন্য বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ডি বক্সে ঢুকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিল তারকার শটটি ম্যানসিটির গোলরক্ষক জো হার্টের হাতে লাগার পর পোস্টে লেগে ফিরে আসে। সপ্তম মিনিটে বার্সেলোনার আরেকটি প্রচেষ্টা রুখে দেন অতিথি ডিফেন্ডাররা।
১১তম মিনিটে মেসির একটি শট পা দিয়ে ঠেকিয়ে দেন ম্যানসিটি গোলরক্ষক। ১৩তম মিনিটে ম্যানসিটির একটি প্রচেষ্টা রুখে দেন স্বাগতিক ডিফেন্ডাররা। ১৬তম মিনিটে আরেকটি আক্রমণ চালায় অতিথিরা। ইয়াইয়া তোরে ডি বক্সে বল বাড়ান। সামির নাসরি বলটি দখলে নেওয়ার আগেই তা বিপদমুক্ত বার্সা ডিফেন্ডাররা।
১৬তম মিনিটে মেসির একটি ফ্রি-কিক ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। ২০তম মিনিটে মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সিটির কোলারভ। ২৭তম মিনিটে ডি বক্সের সামনে মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সিটির আরেক খেলোয়াড় ডেভিড সিলভা। ফ্রি-কিক নিজেই নেন আর্জেন্টিনা তারকা। এবারও তার শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে বাইরের জালে লাগে।
২৯তম মিনিটে লুইস সুয়ারেজের একটি শট দুহাত দিয়ে ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক। ৩১তম মিনিটে আর গোলবঞ্চিত থাকতে হয়নি বার্সেলোনাকে। ক্যাম্প ন্যুয়ের দর্শকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন রাকিটিচ। মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে সিটির দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ক্রস দেন মেসি। সঙ্গে সঙ্গে বক্সে ঢুকে পড়ে সিটির গোলরক্ষকে পরাস্থ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিটিচ।
গোল হজমের হতাশায় ৩৫তম মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সামির নাসরি। ৩৯ মিনিটে মেসির পাস থেকে ডি বক্সে বল পান নেইমার। তবে ব্রাজিল তারকার প্রচেষ্টা রুখে দেন ম্যানসিটির রক্ষকভাগের খেলোয়াড়রা। ৪০তম মিনিটে ব্যবধান দিগুণ করার সুযোগ এসেছিল বার্সার সামনে। ডি বক্সে মেসি ফ্লিক করে নেইমারকে বল দেন। তবে নেইমারের শট ম্যানসিটির এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়।
৪৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি বড় সুযোগ পায় বার্সা। সুয়ারেজকে বল বাড়ান নেইমার। দ্রুত বল দখলে নিয়ে সিটির গোলরক্ষককে ফাঁকিও দিয়েছিলেন উরুগুইয়ান তারকা। কিন্তু বলটি গিয়ে সাইডবারে লাগলে আরেকবার গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। ৪৫তম মিনিটে ম্যানসিটির তোরের একটি শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
বিরতির পর খেলার শুরুতেই স্কোরলাইন ২-০ করার আরেকটি সুযোগ পেয়েছিল বার্সা। ডি বক্সের সামনে আন্দ্রেস ইনিয়েস্তাকে উদ্দেশ করে দারুণ একটি ক্রস দেন মেসি। কিন্তু ইনিয়েস্তা ম্যানসিটির গোলরক্ষককে পরাস্থ করতে ব্যর্থ হন। পরের মিনিটেই মেসির একটি বুলেট গতি শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন জো হার্ট। এর পরের মিনিটেই পাল্টা-আক্রমণে যায় ম্যানসিটি। তবে বার্সার রক্ষকভাগের দক্ষতায় পরাস্থ হন অতিথি খেলোয়াড়রা।
৫৭তম মিনিটে গোলরক্ষক টের স্টেগেনের ভুলে বিপদে পড়তে গিয়েছিল বার্সা। গোলপোস্ট ছেড়ে ওপরে উঠে গিয়ে ম্যানসিটির স্ট্রাইকার আগুয়েরোর সামনে বল কাটাতে চেয়েছিলেন স্টেগেন। কিন্তু পারেননি। আগুয়েরো বল পেয়ে শট নেন। তবে পোস্টের সামেন তা প্রতিহত করেন স্বাগতিক ডিফেন্ডাররা।
ম্যাচের ৬৩ থেকে ৬৫, তিন মিনিটে দুই দলের আক্রমণ আর পাল্টা-আক্রমণে কেঁপে ওঠে ক্যাম্প ন্যু। ৬৩ মিনিটে লিড দিগুণ করার বড় সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। ডি বক্সের সামনে থেকে উরুগুইয়ান তারকাকে দারুণ এক পাস দেন মেসি। কিন্তু বল পেয়ে পোস্টের বাইরে দিয়ে মারেন সুয়ারেজ। ৬৪ মিনিটে পাল্টা আক্রমণে যায় সিটি। কিন্তু জটলা থেকে গোল করতে ব্যর্থ হন সিটির খেলোয়াড়রা। পরের মিনিটে মাঝ মাঠ থেকে ফাঁকায় বল টেনে নিয়ে গিয়ে মেসিকে বল বাড়ান নেইমার। গোলরক্ষকে কাটিয়েও ফেলেছিলেন মেসি। কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলায় পোস্টে শট নিতে পারেননি।
৭১ মিনিটে বার্সার একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। ডান দিক থেকে ডি বক্সের ভেতর ক্রস দিয়েছিলেন মেসি। জরদি আলবা বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ৭৬ মিনিটে জেরার্ড পিকের ভুলে বিপদে পড়তে গিয়েও রক্ষা পায় বার্সা। পিকে সতীর্থকে পাস দিতে গেলে বল পেয়ে যান সিটির এক খেলোয়াড়। কিন্তু বল পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
৭৭তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন নেইমার। পরের মিনিটেই একটি পেনাল্টি পায় ম্যানসিটি। বক্সের ভেতর আগুয়েরোকে ফাউল করেন পিকে। এতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আগুয়েরো নিজেই। আর্জেন্টিনার এই স্ট্রাইকারের পেনাল্টি কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক স্টেগেন।
৮২তম মিনিটে ডি বক্সের সামনে সুয়ারেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিচ। এবারও মেসির ফ্রি-কিক ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। পরের মিনিটে গোলদাতা রাকিটিচকে উঠিয়ে রাফিনহাকে মাঠে নামা বার্সা কোচ লুইস এনরিক।
৮৬তম মিনিটে মেসির বাড়ানো বলে সুয়ারেজের একটি শট ক্রসবারের নিচে লেগে ফিরে আসে। ৮৯তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি মেসি। মাঝ মাঠ থেকে তিনি নিজেই বল টেনে নিয়ে গিয়ে পাস দেন নেইমারকে। সিটির এক ডিফেন্ডারকে কাটিয়ে নেইমার আবার বল দেন মেসিকে। কিন্তু মেসির শট একহাতে ঠেকিয়ে দেন ম্যানসিটির গোলরক্ষক জো হার্ট।
এরপর অতিরিক্ত সময়ে নেইমারের আরেকটি শট ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক। ফলে আর ব্যবধান বাড়েনি। তবে ঠিকই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা-নেইমাররা।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫