টঙ্গী প্রতিনিধি ॥ গাজীপুরের টঙ্গীতে বুধবার রাতে মো. জাহাঙ্গীর (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জাহাঙ্গীর নেত্রকোণার দুর্গাপুর এলাকার হারেজ আলীর ছেলে।
টঙ্গী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ রানা জানান, জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার পেটে ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, জাহাঙ্গীর টঙ্গীর খাঁপাড়া এলাকার জনৈক নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের পেটে আঘাত করে। পরে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।