স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা হত্যায় জড়িত সন্দেহে বিএনপির নেতা সাবেক কমিশনার এমএ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানা (শার্শা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তাকে এখন ঢাকায় নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা সিজার তাভেল্লা।
এ ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, আটক তিন জন সন্দেহভাজন স্বীকারোক্তিতে ‘বড় ভাই’ এর নির্দেশনা ও পরিকল্পনার কথা বলেছে। এই বড় ভাই নিয়ে নানা জল্পনা কল্পনার পর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে তিনি হলেন বিএনপি নেতা সাবেক কমিশনার এমএ কাইয়ুম। তিনি বেশ কিছু দিন থেকে মালয়েশিয়াতে অবস্থান করছেন। সেখান থেকেই সব নির্দেশনা দিয়ে বিদেশি খুন করিয়েছেন বলে মন্ত্রীর দাবি।