তামান্না মোমিন খান ॥
সরকারকে আর জনগণ সমর্থন করে না। তাদের পায়ের নিচে মাটি নেই। এ কারণে সরকার বিএনপির নেতাদের আবার গ্রেপ্তার শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ। তিনি মানবজমিনকে বলেন, শুরু থেকে সরকারের বিরোধী মত দমনের নীতি দেখে আসছি। দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। জনগণের সমর্থন ছাড়া শুধু প্রশাসন দিয়ে দেশ চলতে পারে না। সরকার সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে রেখেছে। অথচ সংসদের বাইরে সকল অত্যাচার হচ্ছে বিএনপির ওপর। বিএনপি নেতাকর্মীদের যাকে পারছে গুম করছে, গ্রেপ্তার করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার নিয়ে ৭ বার গ্রেপ্তার করা হলো। তার শারীরিক অবস্থা ভালো নয়। এ বিষয়টিও বিবেচনায় আনা হয় নি। গয়েশ্বর রায়কে জামিন না দিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। কোন হত্যার বিচার হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী যখন তদন্তের আগেই বলেন এসব হত্যাকা- বিএনপি-জামায়াত চালাচ্ছে। আমরা তখন আর এসব হত্যার বিচারের আশা করতে পারি না। তদন্তও আলোর মুখ দেখবে না। সামনে অবরোধ-হরতালের মতো কোন কর্মসূচি আসছে কি এ বিষয়ে শামা ওবায়েদ বলেন এখন পর্যন্ত কোন জাতীয় কর্মসূচি নেই। কারণ এখন দল পুনর্গঠন নিয়ে কাজ করছে বিএনপি।