স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বার্সেলোনার জন্য লড়াইটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নিশ্চিত হয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্ব। সেই নির্ভার বার্সার সঙ্গে বড় চ্যালেঞ্জটাই ছিল বায়ার লেভারকুসেনের। বুধবার রাতে ১-১ গোলে কাতালানদের রুখেও দিয়েছিল জার্মান দলটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হল তাদেরকে।
গ্রুপের অপর দল রোমা গোলশূন্য ড্র করেছে বাতে বরিসোভের সঙ্গে। তা সত্ত্বেও দলটি ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটপর্ব নিশ্চিত করেছে ইতালিয়ান এই জায়ান্ট। গ্রুপপর্ব শেষে বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ১৪। আর রোমা ও লেভারকুসেন সমান ৬ পয়েন্ট করে অর্জন করেছে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রোমাই চলে যায় নকআউটপর্বে।
নেইমারহীন বার্সার হাল ধরেছিলেন লিওনেল মেসি। সুয়ারেজকেও বসিয়ে রাখা হয়েছিল বেঞ্চে। ২০ মিনিটেই অতিথিদের মাঠে গোলের সূচনা করেনে তিনি। ব্রেন লেনোর দেওয়া বলে গোল করে বার্সাকে এগিয়ে নেন তিনি। এই গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের মেসির গোলসংখ্যা দাঁড়াল ৮০টি। আর চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে প্রায় এক বছর পর কোনো গোল পেলেন মেসি।
অবশ্য মেসির গোলেও স্বস্তিতে থাকতে পারেনি বার্সা। কারণ তিন মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরান হ্যাভিয়ের হার্নান্দেজ। ১০ গজ দূর থেকে জোড়ালো শটে বার্সার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। অবশ্য খেলার আধ-ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই বার্সাকে এগিয়ে নিতে পারতেন মেসি। কিন্তু জর্দি আলবার কাট ব্যাকে পাওয়া বলে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই আর্জেন্টাইন। লেভারকুসেন গোলের একাধিক সুযোগ এরপরও পেয়েছে। কিন্তু কাজে লাগাতে পারেনি