স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৭ জন মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন। একজন করে মেয়র প্রার্থী থাকায় তারা নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমীন টুলী ররিবার রাত চারটায় জানান, কোনো প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ৭ জন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে তিনি পৌরসভা ও নির্বাচিত প্রার্থীর নাম জানাননি।
যুগ্ম সচিব জানান, সোমবার বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।
জেসমিন টুলী আরও জানান, বর্তমানে মেয়র পদে ৯২১ জন মেয়র প্রার্থী রয়েছে। তারাই মূলত নির্বাচেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে আওয়ামী লীগের ২৩৩ জন, বিএনপির ২১৯ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন। বাকিরা স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি
৫ ও ৬ ডিসেম্বর মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে মোট ১ হাজার ৫৬ জন বৈধ প্রার্থী ছিল। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত ৬৭১ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ছিল ৩৮৫ জন। তবে ১৩ ডিসেম্বর আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে মোট মেয়র প্রার্থী সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯০ জন। এর মধ্যে প্রত্যাহারের শেষ দিন ১৬২ মনোনয়ন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ১৪ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ পাবেন।