স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দলীয় প্রতীকে পৌর নির্বাচন আয়োজন ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশান কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে দল সমর্থিত পেশাজীবী নেতাদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার ষড়যন্ত্রের অংশ হিসেবে আসন্ন পৌর নির্বাচন দলীয় প্রতীকে করছে। তারা যেকোনো উপায়ে এ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দেখাতে চাইবে, বিনাভোটে নির্বাচিত হলেও তারা এখনো জনপ্রিয়।
তিনি পেশাজীবীদের সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। খালেদা জিয়া তাদের উদ্দেশে বলেন, আপনারা যার যার লেভেল থেকে নির্বাচনী কাজে সম্পৃক্ত হোন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। প্রিজাইডিং অফিসারের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, নির্বাচনের তিন দিন আগে এজেন্টদের নাম দিতে বলা হয়েছে, এটা একটি ষড়যন্ত্র। তাই এজেন্টদের হয়রানি করার বিষয়েও সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সোচ্চার হতে হবে।
রাত ৯টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ১১টায়। পেশাজীবী নেতারা বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
বৈঠকে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, প্রকৌশলী আনহ আখতার হোসেন, মুহিত সিদ্দিকী, হাছিন আহমেদ, চিকিৎসক এ কে এম আজিজুল হক, মোস্তাক রহিম স্বপন, রফিকুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ এম এ করিম, আনোয়ারুন্নবী মজুমদার, হাসান জাফির তুহিন, শিল্পী রাহিদা খান ঝুনু, আরিফ মুন্সি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা রফিকুল ইসলাম, শিক-কর্মচারী ঐক্যজোটের নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের বিপ্লব-উজ-জামান বিপ্লব, ইউনানি ও আয়ুর্বেদি চিকিৎসক অ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট অ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লেøাল, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের জিয়াউল হায়দার পলাশ উপস্থিত ছিলেন। বৈঠেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন।