তুহিন আহামেদ ॥
গাজীপুর : কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার টাওয়েল টেক্স লিমিটেড নামের একটি কারখানায় অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সাথে ৬’শ ফিট পাইপ লাইন তোলে ফেলে তা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বেলা সারে ১১টায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মোঃ সুরুজ আলম জানান, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার টাওয়েল টেক্স লিঃ নামের একটি কারখানা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। এসময় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের পূর্বপাশ থেকে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে ৬’শ ফিট পাইপ লাইন তোলে ফেলা হয়।
তিনি আরো জানান, বিষয়টি প্রতিবেদন আকারে উর্ধŸতন কর্তৃপক্ষকে জানানোর পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় গাজীপুর জেলা পুলিশ সহায়তা প্রদান করেন।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত টাওয়েল টেক্স লিমিটেড নামের ওই কারখানাটি দীর্ঘদিন ধরে শুধু অবৈধ গ্যাস সংযোগ দিয়েই ক্ষান্ত হয়নি সেই সাথে ওই কারখানাটি শ্রমিক আইনকে তোয়াক্কা না করে অর্ধশত শিশু শ্রমিক দিয়ে ভারি কাজ করাচ্ছে। যাদের বয়স ১২ থেকে ১৬ এর মধ্যে।
এব্যাপারে টাওয়েল টেক্স লিমিটেড এর এ্যাডমিন ম্যানেজার ফারুক জানান, আমি অফিসের বাইরে আছি। তাই এখনো এ বিষয়টি জানিনা। তবে শিশু শ্রমিক আছে জানতে চাইলে, বিষয়টি তিনি অস্বীকার করেন।