বিনোদন ডেস্ক ॥
ঢাকা: সালমান খানকে গুলি করে মারার ইচ্ছা পোষণ করেছেন এক আততায়ী! না, এটা কোনো সিনেমার ডায়ালগ নয়! সত্যিই সত্যিই সুপারস্টার অভিনেতা সালমান খানকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি!
গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে সুপারস্টার অভিনেতা সালমান খানকে। পুলিশ বিষয়টির সত্যতা স্বীকার করেছে আগেই। তবে তার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
গেল ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই শহরের পুলিশ কনট্রোল রুমে একটি ফোন আসে। রাশভারি কণ্ঠে রিসিভ কর্তাকে বলা হয়, আমি সালমান খানকে গুলি করে মারবো। পারলে ঠেকা…?
অজ্ঞাতনামা ওই ব্যক্তির হুমকিকে একেবারে সিনেমাটিক মনে হলেও সহজভাবে নিচ্ছে না মুম্বাই পুলিশ। এরইমধ্যে সালমানের নিরাপত্তা নিয়ে তোরজোর শুরু হয়ে গেছে। সালমান খানকে নজরেও নাকি রাখা হচ্ছে ওই ফোন কলটির পর থেকেই।
হুমকি দাতার পরিচয় না জানা গেলেও এরই মধ্যে কোন অঞ্চল থেকে এমন ফোন কলটি করা হয়েছে, তা চিহ্নিত করেছে পুলিশ। তবে হুমকি বিষয়ে কোনো ধরনের কথা সালমান খান কিংবা তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।
উল্লেখ্য, বর্তমানে ‘সুলতান’ নামের ছবির শুটিয়েং ব্যস্ত আছেন সালমান খান। ছবিতে তাকে একজন কুস্তিগীর চরিত্রে দেখা যাবে। আসছে ঈদে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা।