শেয়ারবাজারে ৩৩ হাজার টাকা লোকসান করেছিলেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: শেয়ারবাজারে বিনিয়োগ করে ৩৩ হাজার টাকা লোকসান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর আগ্রহ হারিয়ে শেয়ারে না গিয়ে বন্ডে বিনিয়োগ করেছেন। তিনি বলেন, ‘আমি ১৯৬৯ সালে পুঁজিবাজারে বিনিয়োগ করে পাকিস্তানি সরকারের ষড়যন্ত্রের কারণে ৩৩ হাজার টাকা লোকসান করেছি। এরপর আগ্রহ থাকা সত্বেও ১৯৯৬ সালের ধসের কারণে আর বিনিয়োগ করিনি।’

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল লেনদেন কার্যক্রম ‘ডিএসই-মোবাইল’ উদ্বোধনকালে তিনি একথা জানান।

এসময় তিনি পুঁজিবাজারের নানা দিক নিয়ে কথা বলেন। পুঁজিবাজারে আগের মতো ‘চাঞ্চল্য’ দেখা যায় না বলেও মন্তব্য মন্তব্য করে। তিনি বলেন, ‘যা দরকার তা এখন দেখতে পাই না, বিশেষ করে বাজারে আগের মতো চাঞ্চল্য দেখা যায় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুঁজিবাজারে ধস নামে বলে স্বীকার করে মুহিত বলেন, ‘২০১০ সাল থেকে পুঁজিবাজার উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হলেও আশানুরুপ চাঞ্চল্য ফেরেনি। বর্তমানে পুঁজিবাজার সংক্রান্ত যেসব বিধি-বিধান রয়েছে তা অন্য যেকোনো সময়ের তুলনায় অতি উত্তম। এসব বিধি বিধান পরিপালন নিশ্চিত করা হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। তাছাড়া ডিএসইর মোবাইল লেনদেন চালুর কারণে আশা করছি ভবিষ্যতে বাজার চাঙ্গা হবে।’

মোবাইল লেনদেন প্রসঙ্গে মুহিত বলেন, ‘মোবাইলে লেনদেন চালু হওয়ার কারণে বিনিয়োগকারীরা এখন ঘরে বসে লেনদেন করবেন। তারা এখন সচরাচর মতিঝিল আসবেন না। এতে করে হঠাৎ করে যেকোনো ইস্যুতে আন্দোলন বা শোভাযাত্রা, র‌্যালি, মিছিল মিটিং হবে না। হলেও লোক পাওয়া যাবে না। এটা একটা ভালো দিক।’

ডিএসই মোবাইল উদ্বোধন বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেন, ‘ডিমিউচ্যুয়ালাইজড করার অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করা। ডিএসইর মোবাইল এই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে। এতে লেনদেন সহজ ও নিরাপদ হবে। ফলে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহন বাড়বে।
তিনি বলেন, পূর্বে প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে অনেক কারিগরি জটিলতার সম্মুখীন হয়েছি। এটি ব্যবহারে সংশ্লিষ্টদের প্রশিক্ষন প্রদান করেছি। যাতে কারিগরি জটিলতার সম্মুখিন হতে না হয়।’

তিনি আরও বলেন, ‘মোবাইল লেনদেনে বিনিয়োগকারিরা যে দুটি ভারসন ব্যবহার করতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে ডিএসই-মোবাইল ভিআইপি। এটি দিয়ে সরাসরি ট্রেড করা যাবে না। বিনিয়োগকারি মোবাইলে শুধু তার পোর্টফোলিও দেখতে পারবে। অন্যটি হচ্ছে ডিএসই-মোবাইল ট্রেডার। এই ভারসন ব্যবহার করে বিনিয়োগকারি নিজে ট্রেড করতে পারবেন।

তবে, কোন বিনিয়োগকারি বাজার দরের চেয়ে বেশি দামে ট্রেড অফার করলে ব্রোকারেজ হাউজের ট্রেডার সেই আদেশ বাতিল করতে পারবেন। কিন্তু বাজার দরে আদেশ দিলে তা বাতিল করার ক্ষমতা ট্রেডারের কাছে থাকবে না।

মোবাইল এ্যাপসটি একটানা ১০ মিনিট ব্যবহার না করলে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। শেয়ার কেনা-বেচার ক্ষেত্রে প্রতিবার আদেশ দেয়ার সময় নতুন করে পাসওয়ার্ড দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, ডিএসইর পরিচালক ওয়ালিউল ইসলাম, বিএসইসি, ডিএসই, সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫