স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৩৫) নামে এক আন্তর্জাতিক মানবপাচারকারী সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৩) সদস্যরা।
এ সময় তার কাছ থেকে ১৭৪টি পাসপোর্ট, ১০টি ভিসাযুক্ত পাসপোর্টের ফটোকপি, ১৮টি ভিসার ফটোকপি উদ্ধার করা হয়।
আঠারো জন ভিক্টিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৩ মার্চ) সকালে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, বাংলাদেশ থেকে উগান্ডায় চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে লোক পাঠাতেন তিনি। উগান্ডা পুলিশের হাতে ধরা পরে বাংলাদেশে ফেরত আসা ১৮ জন ভিক্টিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর পল্টন এলাকা থেকে আটক করা হয়।
টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩ এর কার্যালয়ে বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।