স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের বাহাদুরপুর এলাকায় লেগুনা চাপায় ফারুক হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল এ তথ্য জানান। বুধবার (০৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারুক ময়মনসিংহের ত্রিশাল থানার সিলমপুর এলাকার সোলেমান হোসেনের ছেলে। ফারুক তার পরিবারের সঙ্গে বাহাদুরপুর এলাকায় নজরুল মল্লিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফারুক মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর সড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলন। ভিমবাজার সিকদার বাড়ির কাছে পৌঁছালে মির্জাপুরগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. রাজিব হোসেন তাকে মৃত ঘোষণা করেন।