স্টাফ রিপোর্টার ॥
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম সামাদকে খুনের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করে।
কোতয়ালী থানার ওসি আবুল হাসান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শিক্ষার্থীরা শন্তিপূর্ণ সমাবেশ করছে। সমাবেশে শিক্ষার্থীরা নাজিম সামাদ হত্যার পেছনে উগ্রধর্মীয় গোষ্ঠীকে দায়ী করেছে।
নাজিম সামাদ একজন ব্লগার ছিলেন। ব্লগে উগ্রধর্মীদের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে টার্গেট করা হয়। অন্যদিকে পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তাকে হত্যা করা হয়। এ ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে লক্ষ্মীবাজারে ফুটপাতে হেটে যাওয়ার সময় অজ্ঞাত চার দৃর্বৃত্তরা। চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে নাজিম সামাদকে হত্যা করে। নিহত নাজিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নৈশ শাখার মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।