বিপাশা-করনের বিয়ে ৩০ এপ্রিল

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজের মুখেই বিয়ের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বাঙ্গালি ললনা বিপাশা বসু এবং ‘হেটস্টোরি’ খ্যাত অভিনেতা করন সিং গ্রোভার। চলতি মাসের ৩০ তারিখে বিয়ের লগ্ন ঠিক হয়েছে তাদের।

ক’দিন আগেই বাঙ্গালি ললনা বিপাশা বসুকে নিজের পুত্রবধু হিসেবে কখনোই গ্রহণ করবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছিলেন করন সিংয়ের মা! কোনো অবস্থাতেই ‘রাজ’ খ্যাত তারকা অভিনেত্রী বিপাশাকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবেন না। করনের মায়ের চোখে বিপাশার চরিত্র খুব একটা সুবিধাজনকও লাগেনি। তবে মায়ের এমন রুদ্রমূর্তিকে গলিয়ে মোম বানিয়েছেন করন নিজেই। যারফলে তাদের বিয়ে নিয়ে আর কোনো জটিলতা থাকলো না। কারণ আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের ঘোষণাটা যে দিয়ে দিয়েছেন বিপাশা ও করন সিং।

এক বিবৃতিতে বিপাশা ও করন সবার উদ্দেশে বলেন, ‘অবশেষে সবার উদ্দেশে আমরা শুভ সংবাদটি পেশ করছি। আসছে ৩০ এপ্রিল আমাদের জন্য সত্যিই একটি বিশেষ দিন হতে যাচ্ছে। আর এরজন্য আমাদের পরিবার, বন্ধু বান্ধব, অগনিত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষিদের যে মানসিক সমর্থন পেয়েছি তারজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বিয়ে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সবাই আমাদের জন্য তাদের শুভ কামনা অব্যাহত রাখবেন। যাতে করে আমরা আমাদের নতুন জীবন ভালোভাবে শুরু করতে পারি।’

অন্যদিকে বলিউড মাতিয়ে বেড়ালেও মনে প্রাণে আদ্যপান্ত বাঙ্গালি নারী বিপাশা বসু। কারণ তার মূল বাংলাতেই প্রোথিত। আর তাই বাঙ্গালি আচার মেনে বাঙ্গালি রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু ও করন সিং গ্রোভার। পুরো বাঙ্গালি আচার অনুষ্ঠান মেনে যেভাবে সাধারণের বিয়ে হয়, ঠিক তারাও সেভাবেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।

৩০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা করন সিং গ্রোভার এবং বাঙ্গালি মেয়ে বিপাশা বসু। করন সিং বাঙ্গালি না হলেও এদিন পুরোদস্তুর বাঙ্গালি বরের সাজে দেখা যাবে তাকে। এরআগে বাংলার আর দশটা পাঁচটা বিয়ের মতই আগের দিন মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে।

বিয়ের অনুষ্ঠানটি মহা ধুমধামে না হলেও আয়োজনের কিন্তু মোটেও কমতি নেই। এদিন বিয়েতে উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার পরিজনসহ তাদের কাছের বন্ধু বান্ধব। এছাড়া বলিউড থেকে বিপাশার কাছের বন্ধুদের মধ্যে উপস্থিত থাকবেন শিল্পা শেঠি, রাজ কুন্ড্র এবং আর মাধবান। পরবর্তীতে মুম্বাইয়ে বিবাহ পরবর্তী রিসেপশনে অংশ নিবেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরা।

উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিলে জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেছিলেন করন সিং গ্রোভার। করনের এটি দ্বিতীয় বিয়ে হলেও জেনিফারের ছিল এটি প্রথম বিয়ে। শেষ পর্যন্ত তাকেও ডিভোর্স দিয়ে এবারের তৃতীয় স্ত্রীর অপেক্ষায় করন সিং। যদিও বিপাশার এটাই প্রথম বিয়ে!

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫