স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকার ঝুট গুদাম দুটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। সোমবার (০৯ মে) দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বলেন, গাজীপুর মহানগরের কেনাবাড়ী আমবাগ এলাকায় রাত ৩টার দিকে বিল্লাল হোসেন ও বাচ্চু বিশ্বাসের দুটি ঝুট গুদামে আগুন লাগে। আগুন মুহুর্তের মধ্যে পুড়ো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে দুই গুদামের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ফায়ার কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।