স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: অবশেষে যৌন হয়রানির দায়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মাহফুজুর রশিদ
ফেরদৌসকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। মঙ্গলবার সকালে এ খবর পাওয়া যায়।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বাধ্য হয়ে গত ৩০ এপ্রিল মাহফুজুর রশিদ ফেরদৌসকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়কর্তৃপক্ষ।
এর আগে দুইদিনের রিমান্ড শেষে (৮মে ২০১৬) শনিবার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) কাজী কামরুল ইসলামের আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয় মাহফুজ।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেন নির্যাতিত ৫ ছাত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ২২ ধারায় এই জবানবন্দি নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তড়িৎ কৌশল বিভাগের ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বেও রয়েছেন। তিনি প্রক্টোরিয়াল ক্ষমতা ব্যবহার করে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করতেন। বিভাগে তার নিজের কক্ষে ছাত্রীদের ডাকতেন এবং না আসলে নম্বর কম দেওয়ার হুমকিও দিতেন। সম্প্রতি একজন তরুণ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ১০ ধারায় যৌন হয়রানির অভিযোগ এনে কলাবাগান থানায় একটি মামলা করেন।
ছাত্র ছাত্রীদের অভিযোগের মুখে গত বুধবার (৪ মে) ভোরে কলাবাগান থানা পুলিশের একটি দল রাজধানীর ইস্কাটনের বাসায়
অভিযান চালিয়ে ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ২০০০ সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ে ট্রিপল-ই বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সেইসঙ্গে পান
সহকারী প্রক্টরের দায়িত্ব। তার আগে ওই বিশ্ববিদ্যালয় থেকেই লেখাপড়া করেছেন ফেরদৌস। শিক্ষকতার শুরু থেকেই একের পর এক সুন্দরী ছাত্রীদের টার্গেট করে তাদের জিম্মি করতেন তিনি।