স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে ভালো সময় এখন পার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার রাতে বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসফের সীমান্ত সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বিজিবি-বিএসএফ পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সীমান্তে কাজ করে যাচ্ছে। এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভালো সময় তারা এখন পার করছে।’
তিনি আরো বলেন, ‘সীমান্ত কোন বাহিনীর একার পক্ষে সুরক্ষিত রাখা সম্ভব না। উভয় বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই সম্ভব সীমান্ত সুরক্ষিত রাখা।’
বিজিবি মহাপরিচালক মেজর জনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমরা একে অপারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সীমান্তে মাদক পাচার, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের মত ভয়াবহ অপরাধ রুখে দিতে সক্ষম হবো। তবে এ কাজ একার পক্ষে সম্ভব না, উভয় বাহিনীর একান্ত চেষ্টায় পারে সীমান্তকে সুরক্ষিত রাখতে।’
এসময় বিএসএফ প্রধান কে কে শর্মা বলেন, ‘সীমান্তে বিজিবি-বিএসএফ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দায়িত্ব পালন করায় হত্যাসহ সব ধরনের অপরাধই অনেক কমে এসেছি। আগামী দিনেও সম্পর্কের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘দেশে থেকে মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার কমিয়ে আনতে হলে অবশ্যই দুই বাহিনীকে মিলে মিশে কাজ করতে হবে। সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
এর আগে সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় বিজিবি ২৪ পয়েন্ট ও বিএসএফ ৩২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।