স্পোর্টস ডেস্ক: ॥
অবশেষে শীর্ষ ১০এ উঠে এলো চ্যাম্পিয়ন লেস্টার সিটি। শিরোপা জেতার রেকর্ড গড়ার পরেই রেলিগেশনে পড়ার শঙ্কা দেখা দিয়েছিল লেস্টারের। কিন্তু কোচ রানিয়েরিকে ছাটাইয়ের পর ভালভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শনিবার তারা ৩-০ গোলে হারায় ওয়াটফোর্ডকে। উইলফ্রেড এনদিদির গোলৈ এগিয়ে যায় লেস্টার। এরপর রিযাদ মাহারেজ দ্বিতীয় আর মার্ক অলব্রাইটন করেন তৃতীয় গোল। রিয়াদ মাহারেজের এটি ছিল প্রিমিয়ার লীগের ১০০তম ম্যাচ। কোন আলজেরিয়ানের প্রথম কৃতিত্ব এটি। রানিয়েরিকে বরখাস্তের পর শেক্সপিয়েরের অধীনে লীগের ১০ খেলায় এটি সপ্তম জয়। ড্র একটি আর হার মাত্র দুটি। ৩৫ খেলায় লেস্টারের পয়েন্ট এখন ৪৩। আট নম্বরে থাকা ওয়েস্ট ব্রমের পয়েন্ট ৪৫। এদিন সান্ডারল্যান্ডের কাছে হেরে রেলিগেশনের শঙ্কায় পড়ে গেছে হালসিটিও।