স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমারের শরণার্থীদের অমানবিক জীবনযাপন ও তাদের কারণে বাংলাদেশে সমস্যার কথা তুলে ধরে সমস্যা সমাধানে পথ বের করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান সৌজন্য সাক্ষাতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী। পরে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সমাজ ও পরিবেশের উপর শরণার্থীদের প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, “তারা খুব অমানবিক পরিবেশে বাস করছে। আপনি আপনার সরকারকে বলবেন, আমাদের উভয়েরই উচিত এ সমস্যা সমাধানের উপায় বের করা।” শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, “প্রতিবেশী দেশের মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই।” এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পর ভারতে চলে যাওয়া শরনার্থীদের ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।