স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর থেকে প্রকাশিত ‘দৈনিক গণমুখ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেনকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে পুলিশ। তাঁকে ফেলে দেয়ার হুমকি দেয়ায় এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাজীপুর প্রেসক্লাব আয়োজিত এক প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ঘটনার তদন্ত দাবি করে দোষী ওই পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন।
আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকালে গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সিনিয়র সহ-সভাপতি মো. মাহ্ফুজুল হকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.মুজিবুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সজিব, সাপ্তাহিক বাংলাভূমি সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম আজহার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান, প্রেসক্লাবে সাবেক সাংগঠনিক সম্পাদক রাহিম সরকার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ মোকছেদুল আলম লিটন, কোষাধ্যক্ষ মো.লাবীব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি তানজিম আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরোও কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়।
গণমুখ পত্রিকার সম্পাদক আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাজীপুর জেলা কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁন মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
আমজাদ হোসেন জেলার একজন প্রবীন সাংবাদিক, কবি, লেখক ও সাহিত্যিক। তিনি গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমির সদস্য ও গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি। আমজাদ হোসেন দেশ বিদেশে অসংখ্যবার সন্মাননা পুরস্কার পেয়েছেন। তিনি গাজীপুর জেলায় অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় মিডিয়া ব্যক্তিত্ব।