স্টাফ রিপোর্টার ॥
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (৫ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফতেহা পাঠ করবেন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।
সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপুর্ত কতৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি গ্রহন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল ও সাফল্যমন্ডিত সবাবেশ করবে আগামী ৮ নভেম্বর।
দেশের ব্যাংকিংখাতে নৈরাজ্য ও দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো লুটপাটের মহোৎসব চলছে। রাষ্ট্রায়ত্ব সব বানিজ্যিক ব্যাংক তথা-সোনালী, রুপালি, অগ্রনী, জনতা, বেসিক ব্যাংকের পর কৃষি ব্যাংকে ব্যাপক লুটপাট ও প্রমাণিত ঋণজালিয়াতির খবরগুলো প্রকাশিত হচ্ছে। সর্বশেষ এনআরবি কর্মাশিয়াল, ফারমার্স ব্যাংকের দুর্নীতি ও ঋন জালিয়াতির খবর প্রকাশিত হওয়ার পর আঁতকে উঠছেন গ্রাহকরা।
এর আগে আওয়ামী স্টাইলে ইসলামী ব্যাংক দখল করে নেয়ায় বিদেশী মালিকরা তাদের পুঁজি সরিয়ে নিচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই কায়দায় দখল করা হয়েছে সোশাল ইনভেস্টম্যান ব্যাংক লিমিটেড এসআইবিএলও। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুপাটের তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করেননি অর্থমন্ত্রী। কয়েক দফা সময় দিয়েও রহস্যজনক কারণে তিনি পিছিয়ে গেছেন। কারণ কী তা দেশবাসী জানেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারি-বেসরকারি মিলে দেশে যে ৫৭টি ব্যাংক রয়েছে তার মধ্যে প্রায় ৫৬টি ব্যাংকেই পড়েছে ভোটারবিহীন সরকারের কালো থাবা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতে যে ঋনজালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটেছে তা রীতিমত আতঁতে উঠার মতো। তারা ঋনের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে সে টাকা পাচার করে দিয়ে বিদেশে বাড়ি বানাচ্ছে, গড়ে তুলছে সেকেন্ডহোম আর বেগম পল্লী। গতকাল এক মন্ত্রী বলেছেন মন্ত্রীরা এখন বিদেশে বাড়ি বানাচ্ছে। ব্যাংকিংখাতে ভয়াবহ লুটপাটে দেশব্যাপি সাধারন মানুষের গ্রাহকদের মধ্যে আতংক বিরাজ করছে বলেও দাবি করেন তিনি।