স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর বাড্ডা থানা এলাকায় এক তরুণকে খুন করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছেন নিহত তরুণ মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিল।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে এক তরুণ খুন হয়েছে বলে খবর পেয়েছি। তবে সে মানারতের ছাত্র কিনা তা নিশ্চিত নয়; আমি ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো যাবে’।