বিনোদন ডেস্ক ॥
সালমান খান টাইগার জিন্দা হ্যায়-র সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেধে এই সিনেমা অভিনয় করছেন সালমান খান। দুজনকে অনেকদিন পর এক সঙ্গে কাজ করতে দেখে সবাই মনে করেছেন আবারও এই জুটি সম্পর্ক মজবুত করতে যাচ্ছেন।
কারণ ইতোমধ্যে সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া তাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছেন। বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন রোমানিয়ান এই মডেল।
হঠাৎ করেই সব কিছু মিথ্যে প্রমাণ হলো।
বাবা-মায়ের সঙ্গে সময় কাটিয়ে বেশ কিছু দিন পর যখন মুম্বাইয়ে ফিরলেন লুলিয়া, তখন অবাক হয়ে গেলেন তিনি। ‘বান্ধবীকে’ উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন স্বয়ং সালমান খান। যা দেখে অবাক হয়ে যান রোমানিয়ান এই মডেল। তিনি কল্পনাও করেননি যে তাঁকে অভ্যর্থনা জানাতে সালমান নিজেই বিমানবন্দরে হাজির থাকবেন।
মুম্বাই বিমানবন্দরে নেমেই, সালমানকে দেখে চমকে যান লুলিয়া। এরপর সালমান তাঁকে নিয়ে সোজা চলে যান পানভেল ফার্ম হাউজে। প্রাক্তন প্রেমিকার সঙ্গে শুটিংয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, লুলিয়ার কথা কিন্তু বেশ মনে রেখেছেন সালমান।
আর এ কারণেই বিমানবন্দরে লুলিয়াকে চমকে দিতে হাজির হয়েছিলেন সালমান খান।