স্টাফ রিপোর্টার ॥
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সমস্যা সমাধান করার লক্ষ্যে মিয়ানমারের প্রতিবেশী চার দেশ ভারত, চীন, থাইল্যান্ড ও লাউসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন।
বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে।
এ গুরুত্বপূর্ণ বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে আলোচনা চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাখাইন রাজ্যের গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে গত ২৫ আগস্ট থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ বরাবরই বলে আসছে, মানবিক কারণে আপাতত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও তাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এ সমস্যার পেছনে বাংলাদেশের কোনো ভূমিকা নেই; সমস্যার সৃষ্টি ও কেন্দ্রবিন্দু মিয়ানমারে, সমাধানও সেখানে নিহিত।