আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ‘শিশু সৈন্য’ নিয়োগে উৎসাহ দেয়ার অভিযোগ আনতে যাচ্ছেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি গোপন নথি থেকে বিষয়টি জানা যায়।
মার্কিন আইনে বিদেশী সামরিক বাহিনী, বিদ্রোহী সামরিক গোষ্ঠি বা কোনো ধরনের সশস্ত্র বাহিনীতে ‘শিশু সৈন্য’ নিয়োগের বিষয়ে স্পষ্টভাবে বিরোধীতার কথা উল্লেখ রয়েছে। নথির বিষয়টি সত্যি হয়ে থাকলে টিলারসন মার্কিন ফেডারেল আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।
গত জুনমাসে টিলারসন ‘শিশু সৈনিক নিবারণ আইন’এর আওতায় তালিকাভূক্ত ইরাক, মিয়ানমার ও আফগানিস্তানকে এ তালিকা থেকে বাদ দেন। উক্ত দেশগুলো সহ আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে শিশু সৈনিক ব্যবহারের উল্লেখ রয়েছে। অভিযুক্ত দেশগুলোকে ‘শিশু সৈনিক নিবারণ আইন’্র তালিকাভূক্ত করে রাখা হয়।
টিলারসনের এ কার্যক্রম ইরাক, মিয়ানমার ও আফগানিস্তানকে যুদ্ধক্ষেত্রে শিশু সৈনিক নিয়োগে উৎসাহিত করবে। নথি অনুযায়ী প্রায় ১৫জন স্টেট ডিপার্টমেন্টের কূটনীতিক টিলারসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনতে যাচ্ছে। রয়টার্স