আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবার (৯ ডিসেম্বর) সকালে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। যা কিনা রবিবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত এই তুষারপাত অব্যাহত থাকতে পারে।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা শীতকালীন আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেষ্টার কাউন্টি ও নিউ জার্সির উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কানেকটিকাটে মোট ৪ থেকে ৬ ইঞ্চি তুষারপাত হতে পারে। খবর সিনহুয়া’র।
এই সমস্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের রাস্তায় চলাচলের সময় সাবধানতা অবলম্বণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।