স্টাফ রিপোর্টার ॥
বিএনপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়া পরিবারের দুর্নীতির পক্ষে নির্লজ্জ আস্ফালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, জিয়া পরিবারের দুর্নীতি নতুন কিছু নয়। খালেদা জিয়া ও তার পরিবার আগেও দুর্নীতি করেছে। অতীতে সেগুলো প্রমাণও হয়েছে। তখনও তারা নির্লজ্জের মত মিথ্যা প্রচার করেছিল, এখনও করছে।
রবিবার (১০ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, খালেদা জিয়াকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দুদককে আহবান জানাবো তার দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
মির্জা ফখরুলের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে বলেছে দুর্নীতি এসব না কি মিথ্যা। এর আগে তারেকের দুর্নীতি যখন বেরিয়ে এসেছিল তখনও তিনি মিথ্যা প্রচার করেছিল। তারেকের সব প্রমাণ হয়েছে। তার বিদেশের দুর্নীতির টাকা ফিরিয়ে আনা হয়েছে। অতীতের মত এবারও দুর্নীতি প্রমাণ হবে। খালেদা জিয়ার টাকাও ফেরত আনা হবে। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ফখরুলসহ যারা মিথ্যাচার করছে, নির্লজ্জ আস্ফালন করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বিএনপি মানবাধিকারের কথা বলে মাঝে মাঝে। বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছিল। বাবার সামনে সন্তানকে পুড়িয়ে মেরেছিল। ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মেরেছিল তখন মানবাধিকার কোথায় ছিল? বিএনপির মুখে মানবাধিকার মানায় না।