স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহুরা তাজউদ্দীন-মরিয়ম হেলাল ভলিবল টুর্ণামেন্টে প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত। এ খেলায় বন্ধু মহল ক্লাবকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছালাম সরকার স্মৃতি সংসদ এক পয়েন্টে হারিয়ে বিজয়ী হয়।
গত শক্রবার (৮ ডিসেম্বর) বিকালে কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকার মরিয়ম ভিলেজের আনোয়ারা সাঈদ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মু. মুশফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিকদার গ্রুপের প্রধান নির্বাহী সৈয়দ কামরুল ইসলাম (মহন), গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আসিফ আহমেদ চৌধুরী (মুরাদ)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ টুর্ণামেন্টের আয়োজক মরিয়ম ফাউন্ডেশনের কর্ণধার ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলম আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী (আইয়ুব)।