স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ‘লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রাম’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফজালুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক সচেতনামূলক প্রবন্ধ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: সাদিকাতুল তাহিরিন। সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার ডা: নওরিন তাবাসসুম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফৌজিয়া আসমত, সাপ্তাহিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহার, মেডিকেল অফিসার ডা: মোঃ কায়সার সিকদার, ডা: খন্দকার মোহাম্মদ আলী সাগর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।