মো.মনিরুল আলম ॥
নরসিংদী ॥ পলাশ উপজেলার ঘোড়াশাল ষ্টেশন রোড থেকে পাঁচদোনা গোলচত্তরের সিএনজি চালকরা ২০টকার ভাড়া, যাত্রীদেরকে জিম্মি করে জন প্রতি (৩০) ত্রিশ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর মেয়র এবং পুলিশ প্রসাশন ব্যবস্থা নেওয়ার আশ^াস দিলেন।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ঘোড়াশাল ষ্টেশন রোড থেকে পাঁচদোনা গোলচত্তরের দূরত্ব মাত্র ৮ কিঃমিঃ যার ভাড়া প্রতি কিঃমিঃ ২ টাকা হলেও ১৬ টাকা হওয়ার কথা। কিন্ত তারা যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করে আসছিল ২০ টাকা। তার পরও যাত্রীরা কোন প্রকার অভিযোগ করে নাই।
এখন প্রায় দুই মাস যাবৎ সিএনজি চালকরা বেপরোয়া ভাবে যাত্রীদের হয়রানী করে জোরপূর্বক ৩০ টাকা ভাড়া আদায় করে আসছে। যাত্রীরা এর প্রতিবাদ করলেও এর কোন প্রতিকার পায় নাই। চালকের কাছে অসহায় হয়ে মগের মূল্লুকের মতো দাঁড়িয়ে থাকতে হয়। সোমবার বিকালে পাচঁদোনা থেকে যাত্রী বেসে অন্য যাত্রীদের সাথে ঘোড়াশাল আসালে সিএনজি চালক ২০ টাকার ভাড়া ৩০ টাকা দাবি করেন। এর প্রতিবাদ করলে চালক আমাদের দিকে মারমুখি ভাব হয়ে তেরে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজি চালক জানান, আমরা সবাইকে মেনেজ করে এই রাস্তায় গাড়ী চালাতে হয়।
এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে কিছুই জানেন না তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক (শরিফ) এর নিকট জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমার কাছে কেও অভিযোগ করেনি, এখন জানতে পারলাম আমি তাদের সাথে কথা বলে দেখবো। তবে এ বিষয়ে পালশ থানার (ওসি তদন্ত) গোলাম মস্তফার নিকট জানতে চাইলে, যে সিএনজি হাইওয়ে রাস্তায় চলাছল সম্পূর্ণ নিষিদ্ধ তারা কিভাবে এই রাস্তায় চলাচল করে এই রাস্তায়। তিনি জানান, পাচঁদোন মাধদী থানায় পড়ছে আমি তাদের সাথে কথা বলে এ বিষয়ে আমরা উভয়ে ব্যবস্থা নিব।