স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে ২৮ জুনের মধ্যে ওই নির্বাচনে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন।
১৫ মে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরের নির্বাচন হওয়ার কথা ছিল।
আরও পড়ুন : চার কারণে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত
শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন। আজহারুল ইসলাম সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের বেয়াই।
এরপর এই নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর করা আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ বাতিল করলেন আপিল বিভাগ।
আরও পড়ুন : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন।