স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মিঠুন চক্রবর্তী জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ভিক্ষুক। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ওই ভিক্ষুকের পরনে কালো শার্ট ও বাদামি রংয়ের প্যান্ট ছিল।