শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: শ্রীপুরে চকপাড়া গ্রামের এক কলেজছাত্রী (১৬)কে ধর্ষণের অভিযোগে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবক মেহেদী হাসান রাব্বি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। সে একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এছাড়াও তাঁর বন্ধু জহিরুল ইসলাম বিজয় ও বোরহান উদ্দিনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে।
গতকাল শনিবার ভোর রাতে উপজেলার চকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
কলেজছাত্রীর মা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে রাব্বি তাঁর দুই বন্ধুর সহযোগিতায় একাধিকবার ধর্ষণ করে। এর ফলে আমার মেয়ে গর্ভবতী হয়। এ খবর রাব্বিকে বলায় সে আমার মেয়েকে জুসের সাথে গর্ভপাতের ঔষধ খাওয়ালে তাঁর গর্ভপাত ঘটে।
এরপর থেকে আমার মেয়ের সাথে কোন যোগাযোগ রাখেনি সে। রাব্বির সাথে আমার মেয়ে যোগাযোগ করতে গেলে সে হত্যার হুমকি দেয়। তখন শ্রীপুর থানায় আমি মামলা দায়ের করি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.আজাহারুল ইসলাম বলেন, ধর্ষণের মামলার ঘটনায় রাব্বিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর সাথে কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।