আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য নাম। আমরা যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি তা বঙ্গবন্ধুরই স্বপ্ন ছিল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তাঁর আদর্শকে লালন করতে হবে। বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা বিদুর দিন ১৫ ই আগষ্ট। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সম্পদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
আজ বুধবার বিকালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় প্রবীন নেতা মরহুম খালেদ খুররমের বাস ভবন চত্বরে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন. সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কার্নিজ ফাতেমা রুহিতা, ছাত্রলীগ সভাপতি আঃ কাইয়ুম ভূইয়া, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিমিন হোসেন রিমি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশের শ্রষ্টা। যারা সৃষ্টি করেন তাদের কোন মৃত্যু নেই। বঙ্গবন্ধু তাই চিরঞ্জীব-মৃত্যুঞ্জয়ী। যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার ধারাবাহিকতায়ই দেশ আজ আধুনিক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত হয়েছে। আমাদের যুব সমাজকে আজ প্রতিজ্ঞা করতে হবে, ‘জন্মের সময় আমি যে রূপ দেশ পেয়েছি, মৃত্যুর আগে তার চেয়ে উন্নত দেশ রেখে যেতে চাই’। তাহলেই বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের আদর্শের জন্য কিছু করা হবে।
এর আগে সকালে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলাব্যাপী বিভিন্ন মসজিদ, মন্দির, উপাসনালয়ে সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। দোকানপাট অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।